ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শুকমনিয় ইয়াবা চোরাচালানকে কেন্দ্র করে এক যুবকে কুপিয়ে হত্যা 


আপডেট সময় : ০২-১২-২০২৪ ১২:৩৩:০০ পূর্বাহ্ন
শুকমনিয় ইয়াবা চোরাচালানকে কেন্দ্র করে এক যুবকে কুপিয়ে হত্যা  শুকমনিয় ইয়াবা চোরাচালানকে কেন্দ্র করে এক যুবকে কুপিয়ে হত্যা 





হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ‍্যংছড়ি বান্দরবানঃ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় ইয়াবা চোরাচালান ঘটনাকে কেন্দ্র করে মো. শাহাবুদ্দীন মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে।
 

নিহত মো. শাহাবুদ্দীন মিয়া রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই রাজেশ বড়ুয়া জানান, চোরাচালানকে কেন্দ্র করে শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল হক আকবরের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে একদল লোক আকস্মিক এলোপাতাড়ি কোপায়। এসময় ফাঁকা গুলিও ছুঁড়ে হামলাকারীরা। এক পর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দীনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ইয়াবা ও চোরাচালান লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন অভিযোগ বা এজাহার জমা হয়নি এজাহার পেলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ