ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র-বোমাসহ আটক ২


আপডেট সময় : ০১-১২-২০২৪ ১১:৪৩:০৫ অপরাহ্ন
ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র-বোমাসহ আটক ২ ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র-বোমাসহ আটক ২



আশিকুর রহমান শান্ত 
ভোলা প্রতিনিধি 


ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ১২ টি হাতবোমা সহ ২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

রোববার (১ ডিসেম্বর) ভোররাতের দিকে সদরের ইলিশ ও চরসামাইয়া ও পশ্চিম ইলিশায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসেন সিয়াম।অভিযানে আটকৃতদের থেকে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ, ১২ টি হাতবোমা, ৩ টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধি কার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে:রিফাত হোসেন জানান, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসনে সিয়াম এর নেতৃত্বে দুইটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি টিম সদর উপজেলাধীন দক্ষিণ চরপাতা এলাকা এবং চরসামাইয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় ২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ ২ দুর্ধর্ষ সন্ত্রাসী কে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ