মাদারীপুরে"দৈনিক বাংলাদেশের আলো" পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাদারীপুরে"দৈনিক বাংলাদেশের আলো" পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আশরাফুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
স্বাধীনতাই আমাদের শক্তি এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় "দৈনিক বাংলাদেশের আলো" পত্রিকার পথচলার সুুধীর্ঘ ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পর্দাণপন উপলক্ষে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান এর আয়োজনে এবং সভাপতিত্বে,জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছ'টায় মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বাংলাদেশের আলো"র ১৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সঞ্চালনায় ছিলেন, দৈনিক বাংলাদেশের আলো"র কালকিনি উপজেলা প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদ।
প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ডিবিসি টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাদারীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মনির হোসেন বিলাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশন এর মাদারীপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ( বিএএসএস) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের যুগ্ম মহাসচিব, মাসুদ হোসেন খান, বাংলা টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি, এস এম তানবীর, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ও কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আশরাফুর রহমান হাকিম, একুশে টেলিভিশনের প্রতিনিধি রকিবুজ্জামান, চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি ইব্রাহিম সবুজ,দৈনিক বঙ্গজননী পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ গোলাম মারুফ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি, শরীফ শাওন, দৈনিক মুক্তখবরের মাদারীপুর প্রতিনিধি, শ্রাবন খান সজীব, দৈনিক ঢাকা পত্রিকার মাদারীপুর প্রতিনিধি শেখ এমদাদুল হক, রাজধানী টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি সোহেল তালুকদার, স্টাফ রিপোর্টার ইসমাইল খান হৃদয়, দৈনিক শীর্ষ অপরাধ মাদারীপুর প্রতিনিধি গোলাম আলী, দৈনিক গণকণ্ঠ এর মাদারীপুর প্রতিনিধি, দুর্জয় আব্বাস, দৈনিক ঢাকা প্রতিনিধি হিমেল মাহামুদ, নিউজ টুয়েন্টি ওয়ান টেলিভিশনের প্রতিনিধি, লুৎফার রহমান, পাথুরিয়া পাড় বাজার কমিটির সভাপতি, মতিয়ার রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক ইদ্রিস হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি মনির হোসেন বিলাস। তিনি বলেন, সমাজের অসঙ্গতি দুর্নীতির সাথে জড়িত যেই হোক যতই শক্তিশালী হউক না কেন, সত্য প্রকাশে আমরা নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবো।
সত্য প্রকাশে যদি কোন প্রকার দুষ্কৃতিকারীদের কবলে পড়ে হয়রানির শিকার হতে হয় সে ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে থেকে একে অপরের সার্বিক সহযোগিতা করা করবো।
আজকের অনুষ্ঠানের সভাপতি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান সমাপনী বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "দৈনিক বাংলাদেশের আলো" পত্রিকা সহ জেলা ও উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয় এবং দেশ ও জনগণের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আমি একজন মিডিয়াকর্মী হিসেবে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, যারা মূলধারার সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত আছেন আপনারা হলেন সমাজের দর্পণ বা আয়না আপনাদের মাধ্যমে সমাজ তথা দেশ ও বিদেশের সকল প্রকার সংবাদ জানতে পারেন। দেশ ও জাতির কল্যাণে মিডিয়ার ভূমিকা অপরিহার্য ও প্রশংসনীয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স