কাজিরহাট থানায় আন্দারমানি ইউনিয়নে গণ সমাবেশ অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৪-১১-৩০ ২১:০১:৫৭
কাজিরহাট থানায় আন্দারমানি ইউনিয়নে গণ সমাবেশ অনুষ্ঠিত
হিজলা ও কাজিরহাট প্রতিদিনঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নে ৩০ নভেম্বর বিকাল ৩টায় আন্ধারমানিক ইউনিয়ন বিএনপি'র সভাপতি মাস্টার সিরাজুল হক খান এর সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু,উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান,মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবুল পালোয়ান, ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম রাড়ি, আন্ধারমানিক ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন হাওলাদার, অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আন্দামানিক ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ সুমন খান, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহসিন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম নিজাম কবিরাজ, বিএনপি নেতা সৈয়দ নেসার উদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ আলী হোসেন, প্রমুখ, সহ বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ছাত্রদল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন আগামী নির্বাচনে আমাদের ঐক্যের বিকল্প নেই আমরা ঐক্যবদ্ধভাবে ভোটারের ধারে গিয়ে ভোট প্রার্থনা করব ইনশাআল্লাহ আগামী নির্বাচন অবাত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে বলে আমরা আশাবাদী।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স