চলতি মৌসুমে ভূট্টা চাষে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কৃষকেরা। ট্রাক্টার দিয়ে হালচাষ, জমি পরিচর্যা, ভূট্টার বীজ, সার সংগ্রহ সহ এই মুহূর্তে ভূট্টা চাষ নিয়েই ব্যস্ত আছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা। উপজেলার নিমগাছী, চান্দাইকোনা, ধূপিল, সোনাখাড়া, ভ্রম্যগাছা, ধানগড়া, নলকা, পাঙ্গাসী সহ প্রায় প্রত্যেক ইউনিয়নেই শুরু হয়েছে পুরো দমে ভূট্টার চাষাবাদ।
এদিকে উজেলার পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী গ্রামের আলাউদ্দিন, আব্দুল আজিজ সহ বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, এ বছর ভূট্টার বীজের দাম আকাশ ছোয়া। আমাদের মতো কৃষকদের ভূট্টার বীজ, সার কেনা খুবই কস্টকর হয়ে পড়েছে। অন্যান্য এলাকার কৃষকেরা সরকারি বিভিন্ন প্রনোদনা পেলেও আমরা আজ পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা পায়নি।
আগামিতে সরকারি প্রনোদেনা পেলে ব্যাপক হারে ভূট্টা চাষ করবেন বলে জানান, এই কৃষকদের মতো উপজেলার অধিকাংশ কৃষকেরা।