ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় ডাম্প ট্রাক-হেরোর সংঘর্ষ, আহত ২


আপডেট সময় : ২০২৪-১১-৩০ ১৫:৩৪:০৪
খানসামায় ডাম্প ট্রাক-হেরোর সংঘর্ষ, আহত ২ দুর্ঘটনায় কবলিত ডাম্প ট্রাক।


মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় হাল চাষের হেরোর সাথে বিপরীতগামী শাহানাজ পরিবহন নামে একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের খানসামা উপজেলার আমতলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এই রোড খেকো নামে পরিচিত ডাম্প ট্রাকটি খানসামার একটি ঘাটে বালু নেওয়ার উদ্দেশ্য আসছিল। একই দিক থেকে জলঢাকা থেকে ঠাকুরগাঁও এর উদ্দেশ্য জমিতে হাল চাষের জন্য হেরোটি আসছিল। পথে ডাম্প ট্রাকটি পিছন থেকে ধাক্কা দেয়, এতেই সংঘর্ষ হয়। এরপর পাশেই সাকিব ট্রেডার্স এর দোকানে ঢুকে পড়ে ডাম্প ট্রাকটি। এতে ব্যবসায়ী দোকানের বারান্দাসহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। এতে হেরো চালক ও তার সহযোগী আহত হয়েছে বলে জানা যায়। এদিকে ডাম্প ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তী অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

তবে ডাম্প ট্রাক বন্ধ নিয়ে এলাকাবাসী বিভিন্ন কর্মসূচি পালন করলেও রাতে আঁধারে নেতা পকেট ভর্তি হলে বন্ধ হয়ে যায় সব কিছুই। অনেকেই নেতাদের আতঙ্কে বলতে চাই না কোন কিছুই।
প্রশাসনও যেনো জিম্মি অনেকেই কাছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমূল হককে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে একটি বার্তায় তিনি মিটিংয়ে আছেন বলে জানান।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ