ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী আচরণ ও বৈষম্য দূর করে পি এইচ আমীন একাডেমির ৮৪ ব্যাচের অভিষেক ও ডিনার পার্টি অনুষ্ঠিত 


আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৩:২৭:০৪ অপরাহ্ন
ফ্যাসিবাদী আচরণ ও বৈষম্য দূর করে পি এইচ আমীন একাডেমির ৮৪ ব্যাচের অভিষেক ও ডিনার পার্টি অনুষ্ঠিত  ফ্যাসিবাদী আচরণ ও বৈষম্য দূর করে পি এইচ আমীন একাডেমির ৮৪ ব্যাচের অভিষেক ও ডিনার পার্টি অনুষ্ঠিত 


চট্রগ্রাম প্রতিনিধি।। চট্রগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পি এইচ আমীন একাডেমির ৮৪ ব্যাচের নব নির্বাচিত কার্যকরী নির্বাহী পরিষদের গত কাল শুক্রবার সন্ধ্যায় অভিষেক অনুষ্ঠান ও ডিনার পার্টি ক্যাপ্টেন ডাইন রেস্টুরেন্টে ৮৪ ব্যাচের কার্যকারী নির্বাহী পরিষদের বিপ্লবী সভাপতি বিপণী বিতান (  নিউ মার্কেট ) ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যাতম নেতা এবং বিশিষ্ট সমাজ হিতৈষী ব্যক্তিত্ব সদালাপী হাসিমুখের সুপ্রিয় সতীর্থ জানে আলম খোকন এর সভাপতিত্বে ও পি এইচ আমিন একাডেমির কার্যকারী নির্বাহী পরিষদের বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও লেখক এবং বিশিষ্ট ব্যাংকার খালিদ রাশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ৮৪ ব্যাচের একঝাঁক আলোকিত বন্ধু বান্ধবীরা উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমাজের আদর্শ্ বিশিষ্ট সমাজ হিতৈষী ব্যক্তিত্ব অন্যায়ের প্রতিবাদী কন্ঠস্বর দানবীর আলী সাহিদ, বিশিষ্ট সমাজ হিতৈষী ব্যক্তিত্ব সদালাপী হাসিমুখের সুপ্রিয় সতীর্থ প্রিয় বন্ধু শামসুদ্দিন মাহমুদ ইলিয়াস বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ হিতৈষী ব্যক্তিত্ব সদালাপী হাসিমুখের সুপ্রিয় সতীর্থ উদার মনের প্রিয় বন্ধু সৈয়দ শাহনেওয়াজ রনি ৮৪ ব্যাচের সহ সভাপতি নাছিম আলী খান, সহ সভাপতি উদার মনের আলোকিত মানুষ সুভাষ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাদা মনের আলোকিত মানুষ মনসুর, তথ্য ও প্রচার সম্পাদক তপন নাথ, সিনিয়র সদস্য চট্টগ্রাম বন বিভাগের প্রধান সদালাপী হাসিমুখের সুপ্রিয় সতীর্থ উদার মনের বন্ধু  মোহাম্মদ আলী, সমাজ হিতৈষী ব্যক্তিত্ব ও সদালাপী হাসিমুখের সুপ্রিয় সতীর্থ নুরুল আলম, সিনিয়র সদস্য আবুল বাশার, আব্দুর রহিম, জাকারিয়া ফিরোজ, আশিষ চক্রবর্তী, আব্দুল গফুর, সপ্না, রাশেদা খানম রুবি, শাহান বেগম, রামপদ মজুমদার, কৃষ্ণ পদ, দীপক চৌধুরী প্রমুখ।

উপস্থিতি প্রিয় বন্ধুদেরকে ফুল দিয়ে বরণ করেন উপদেষ্টা নিজামউদ্দিন "জ্যাকী" ও সহ সভাপতি সুভাআস চৌধুরী ফ্যাসিবাদী আচরণ ও বৈষম্য দূর করে বন্ধুদের বক্তব্য মধ্যে ফুটে উঠে এবং স্মৃতি চারণ করে যার যার মনের ভাব প্রকাশ করতে গিয়ে ৮৪ ব্যাচের ছাত্র তপন কুমার নাথ কান্নায় ভেঙ্গে পড়েন! দ্বিতীয় পর্বে ডিনার শেষে জম জমাট আড্ডা ও উৎসব মুখর পরিবেশের শপথের মধ্যে দিয়ে বেশি ভেদে আচরণ ও বৈষম্য দূর করে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ