হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষক হত্যাকান্ডের ঘটনায় বাবা ছেলে সহ তিনজনের ফাঁসি রায়
আপডেট সময় :
৩০-১১-২০২৪ ০৩:১৮:৫৮ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষক হত্যাকান্ডের ঘটনায় বাবা ছেলে সহ তিনজনের ফাঁসি রায়
স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের বানিয়াচংয়ে আব্দুল মুকিত নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর ২০২৪ ইং ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক হাফিজুল ইসলাম এ রায় দেন।
ফাঁসির রায় প্রাপ্তরা হলেন মোঃ মোশারফ হোসেন, মোজাক্কির মিয়া, আব্দুল আওয়াল ফাঁসির রায় প্রাপ্ত আসামি তিনজনই দেশ পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ক্ষিতীশ চন্দ্র গোপ বিজ্ঞ এ,পি,পি আসামি পক্ষের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ সালমান মুক্তাদির,বিজ্ঞ কৌশুলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বানিয়াচুং উপজেলার কদুপুর গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ এর ছেলে আব্দুল মুকিত ও আব্দুল আওয়াল এর ছেলে মোশারফ হোসেনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধ চলছিল। ২০২২ সালে জানুয়ারীতে জমি নিয়ে এ বিরোধ আরও তীব্র হয়।
ওই বছরের ১৬ নভেম্বর সকালে সাড়ে সাত ঘটিকার সময় আব্দুল আওয়াল ও তার দুই ছেলে সহ নিহত আব্দুল মুকিত এর বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এসময় নিহত আব্দুল মুকিত ঘর থেকে বাহিরে এসে প্রতিবাদ করা মাত্রই আব্দুল আওয়ালের নেতৃত্বে তার ২ ছেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল মুকিত এর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন আব্দুল মুকিতের শরীরে বিভিন্ন স্থানে রডের বারি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পিঠে কোমরে রামদার ৫-৭ টি কুব রক্তাক্ত জখম হয়।
পুলিশ নিহতের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এ্যাম্বুলেন্স করে আউশকান্দি নামক স্থানে পৌঁছা মাত্র নিহত আব্দুল মুকিত এর শ্বাস বন্ধ হয়ে যায়।
পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মুকিত কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আঃ রকিব বাদী হয়ে বানিয়াচং থানায় ৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি এতে আব্দুল কদ্দুছ সহ একদল পুলিশ মামলাটি তদন্ত করেন। তদন্ত কাজ সম্পুর্ণ করে ১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩০২/১১৪/৩৪ ধারায় ১৫ মে ২০২৩ সালে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগে প্রেক্ষিতে রাষ্ট্র পক্ষ ১০ জন সাক্ষী উপস্থাপন করেন। এর পর উভয় পক্ষের আইনজীবী যুক্তি তর্ক দীর্ঘ শুনানি শেষে আদালত মোশারফ হোসেন, মোজাক্কির মিয়া, আব্দুল আওয়াল পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে এ ফাঁসির রায় রায় ঘোষণা করেন।
মামলার রায় প্রধান কালে রাষ্ট্র পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষিতিশ চন্দ্র গোপ ( এপিপি) আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মুহাম্মদ সালমান মোক্তাদির।
এদিকে গত ৫ আগস্ট বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্র (পিস্তল) গুলিবর্ষণ মামলায় মোশাররফ হোসেন ও মুজাক্কির মিয়ার বিরুদ্ধে আরেকটি বানিয়াচংয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ১১ আগষ্ট ২০২৪ এই তারিখে বানিয়াচং থানার কর্মরত এ এস আই সাইদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি এফ আই আর গন্যে রুজু করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এটি একটি চাঞ্চল্যকর মামলা। এই মামলার অন্যতম আসামি মোঃ মোশারফ হোসেন ও মুজাক্কির মিয়া কে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স