ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাথে মতবিনিময় সভা
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাথে মতবিনিময় সভা
বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আরবি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পিরোজপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্দুরকানি টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসা এর অধ্যক্ষ ড. আব্দুল্লাহিল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ শামসুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড. মোঃ আবু জাফর খান, আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর পরিচালক অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ। এ সময় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সঠিক গুণগতমানের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মাদ্রাসায় হিন্দু শিক্ষক নিয়োগের বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স