সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
আপডেট সময় :
২০২৪-১১-৩০ ০১:৩১:৩৩
সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
মোঃ আইয়ুব চৌধুরী
রাজস্হলী
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গলহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পুলিশ ক্যম্প সংলগ্ন চট্র মেট্রো মোটর সাইকেল গ্যারেজের সামনে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়।
২৯নভেম্বর সকাল ১১:৪৫ ঘটিকায় চন্দ্রঘোনা থেকে আসা আরমান পর্যটন পরিবহন (প্রাঃ) লিঃ ঢাকা মেট্রো ব-১৫-৫০০৬ নম্বরের গাড়িটি বান্দারবান থেকে আসা সিএনজি সাথে চট্রমেট্রো গ্যারেজের সামনে স্হানীয়দের তথ্য মতে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে এতে ঘটনা স্হলে বান্দারবান সদর উপজেলার খোয়াইংগু পাড়ার ক্যচিংনু মারমার মেয়ে পাইমে মারমা (৪০) এর মৃতু হয়, গাড়িতে থাকা আরও চার জন যাত্রীকে আসেপাসের হাসফালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ ও স্হানীয় জনগন। সিএনজির ড্রাইভার পালিয়ে যান বলে জানা যায় ঘটনা স্হলে থাকা স্হানীশদের কাছ থেকে।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল ঘটনার সত্যাতা নিশ্চিত করেন এবং বাস-সিএনজি ও বাসের ড্রাইভার হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়। মৃত পাইমে মারমা ও আহতদের আত্মীয় স্বজন থানায় আসার পর মামলার পক্রিয়া করা হবে বলে জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স