ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দশমিনায় মার্সেল ইলেকট্রনিক্স এর সৌজন্যে আন্তঃ মাধ্যমিক বিদ্যালয় "সোনালী অতীত" ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 


আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১২:২৬:২৯ পূর্বাহ্ন
দশমিনায় মার্সেল ইলেকট্রনিক্স এর সৌজন্যে আন্তঃ মাধ্যমিক বিদ্যালয় "সোনালী অতীত" ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  দশমিনায় মার্সেল ইলেকট্রনিক্স এর সৌজন্যে আন্তঃ মাধ্যমিক বিদ্যালয় "সোনালী অতীত" ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 


পটুয়াখালী প্রতিনিধি; মনজুর মোর্শেদ তুহিন 

যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করে মাদক থেকে দূরে রাখতে মার্সেল ইলেকট্রনিক্স দশমিনা উপজেলা আন্ত:মাধ্যমিক বিদ্যালয় "সোনালী অতীত" (এসএসসি ব্যাচ ১৯৮২ -২০০২) ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মার্সেল ইলেকট্রনিক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়ক আমিন খানের উপস্থিতি ম্যচটিকে আরও আকর্ষণীয় জমজমাট করে তোলে।  

২৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স কোম্পানি মার্সেলের সৌজন্যে আয়োজিত ফুটবল ম্যাচের প্রধান আকর্ষণ ছিল মার্সেল ইলেকট্রনিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক ও ব্রান্ড এম্বাসেডর ও প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান। সোনালী অতীত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এর জমজমাট এবং উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি দশমিনা বাসীর জন্য একটি উপভোগ্য খেলায় পরিণত হয়। খেলাটি দেখতে মাঠের চারদিক দর্শকে কানায় কানায় পূর্ণ হয়। এসময় দশমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলটি নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে  ১-০ গোলে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল আলীম, মার্সেল ইলেকট্রনিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান,মার্সেল ইলেকট্রনিক্সের দশমিনা বিক্রয় পরিবেশক মোঃ জাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ