মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ড ও বিভিন্ন অপরাধে আ’লীগ নেতাসহ গ্রেফতার-২০
মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ড ও বিভিন্ন অপরাধে আ’লীগ নেতাসহ গ্রেফতার-২০
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকা--সহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০জনকে গ্রেফতার করেছে থানা ও ডিবি পুলিশ।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬জন, মাদক মামলায় ৩জন, অন্যান্য অপরাধে ৭জন এবং ওয়ারেন্টভূক্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: মোঃ এরশাদুল ইসলাম (৫৩), তিনি মহানগরীর দামকুড়া থানার হরিপুর বেলপাড়া গ্রামের মোঃ মাজেদ মন্ডলের ছেলে, মোঃ আতিকুর রহমান (২৪), তিনি রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার রাশেদ আলীর ছেলে, মোঃ মিলন ( ৪০), তিনি কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার আলহাজ্ব জাকিম উদ্দিনের ছেলে, মোহাঃ মনজুরুল ইসলাম বিদ্যুৎ (৪৬), তিনি বোয়লিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে, মোঃ আজমুল হক সাচ্চু (৫২), তিনি বোয়ালিয়া থানার ষষ্টিতলা এলাকার মৃত মাইনুল হকের ছেলে (১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক) ও মোঃ হোসেনুর রহমান সুমন (৪০) তিনি গৌরহাঙ্গা এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে এবং সে মহানগর তাঁতীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স