ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনের মধ্যে দিয়ে আশুগঞ্জের যাত্রাপুর নেহেরা মডেল একাডেমির বার্ষিক মিলাদ, বিদায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত।


আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১২:০৮:৪৬ পূর্বাহ্ন
নানা আয়োজনের মধ্যে দিয়ে আশুগঞ্জের যাত্রাপুর নেহেরা মডেল একাডেমির বার্ষিক মিলাদ, বিদায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত। নানা আয়োজনের মধ্যে দিয়ে আশুগঞ্জের যাত্রাপুর নেহেরা মডেল একাডেমির বার্ষিক মিলাদ, বিদায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত।



আশুগঞ্জ প্রতিনিধি মোঃ রিফাত উল্লাহ, 
 
আশুগঞ্জের যাত্রাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে যাত্রাপুর নেহেরা মডেল একাডেমির বার্ষিক মিলাদ, বিদায় ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যাত্রাপুর নেহেরা মডেল একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ত্ব, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো: মোবারক হোসেন।

অনুষ্ঠানে সরকারি হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন সোহেল এর সভাপতিত্বে এবং সরাইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের প্রভাষক মো: মানিক মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: শফিকুল ইসলাম, আশুগঞ্জ উপজেলার বিএনপির সহ সভাপতি মো: সাহিদ মিয়া, আশুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাইদুর রহমান, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মো: মোস্তফা কামাল, আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: গোলাপ মিয়া, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়াডের সাবেক ইউপি সদস্য মো: মালু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ীক হাজী মো: জসিম উদ্দিন, আলকাছ মিয়া, মো: শুক্কুর মাহমুদ, ডা: মো: ফজলুল কবীর, মো: আলকাছ মিয়া, কন্ট্রাক্টর মো: সেলিম মিয়া, মো: চঞ্চল মিয়া, মো: রুহুল আমিন, মো: আব্দুল হাই, মো:মিজান মিয়া, যাত্রাপুর নেহেরা মডেল একাডেমির সকল শিক্ষকবৃন্দ, যাত্রাপুর নেহেরা মডেল একাডেমির সকল শিক্ষার্থী অভিভাবকসহ যাত্রাপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার দেওয়া হয়।

উল্লেখ, উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খুব যত্ন সহকারে শিক্ষার্থীদের পাঠদান করে সাফল্য অর্জন করেছে। উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও অতিথিবৃন্দ জানান এই রকম কর্মসুচি আগামীতে আরো বড় পরিসরে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির হোসেন ও দোয়া পরিচালনা করেন মাওলানা কবির হোসেন এবং পবিত্র কুরআন তেলোয়াত করেন হাফেজ মো: জালাল।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ