ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৫০ আটক ৩জন


আপডেট সময় : ২০২৪-১১-২৮ ২১:৩৮:৪৪
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৫০ আটক ৩জন হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৫০ আটক ৩জন



লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সমিতির ফান্ডে মসজিদ ও মাদ্রাসার রাখা টাকার হিসাবকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল ২৭ নভেম্বর বুধবার সকাল প্রায় ১০টায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির ফান্ডের টাকা এবং নোয়াগড় মাদ্রাসা ফান্ডের প্রায় কোটি টাকারও বেশি রক্ষিত ছিল। ফান্ডের সেই টাকার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বিগত কয়েক সপ্তাহ যাবত বেশ কয়েকবার মাদ্রাসা কমিটির।

সভাপতি বশির মিয়াসহ গ্রামবাসীর একাংশ শাজাহান মিয়াকে তাগাদা দেন। কিন্তু প্রতিবারই শাজাহান মিয়া হিসাব না দিয়ে গড়িমসি করতে থাকেন। এরই প্রেক্ষিতে ২৬ নভেম্বর মঙ্গলবার রাতে মাদ্রাসা কমিটির আহ্বায়ক বশির মিয়াসহ এলাকার কিছু মানুষ হিসাবের জন্য শাজাহান মিয়ার কাছে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জুনাব আলী বলেন, ফান্ডের টাকার হিসাব নিয়ে মঙ্গলবার রাতে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এবাদুর রহমান জানায়, ফান্ডের টাকার হিসাব নিয়ে মঙ্গলবার রাতে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আব্দুল হামিদ মিয়া দলীয় ক্ষমতার বলে মসজিদের ৬৫ হাজার টাকা মুকিত মেম্বারের কাছ থেকে নিয়ে নেয়। সাবেক মেম্বার লতিফুর মিয়া মাদ্রাসার ১০ হাজার টাকা আত্মসাৎ করে এরই জেরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সংঘর্ষ নিয়ন্ত্রণের এক পর্যায়ে আমি আহত হই। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নোয়াগড় গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজমিরীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। এদিকে সংঘর্ষে জড়িত থাকার দায়ে ৩ জন সেনাবাহিনী আটক করেছে।

আটককৃতরা হল- ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মুকিত মিয়া, হাফিজুর রহমান।







 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ