ফ্যাসিবাদ আ'লীগের সক্রিয় নেতা আলী হোসেন এর খুঁটির জোর কোথায়?
আপডেট সময় :
২০২৪-১১-২৮ ২১:২০:২৩
ফ্যাসিবাদ আ'লীগের সক্রিয় নেতা আলী হোসেন এর খুঁটির জোর কোথায়?
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে প্রকাশ্য দিবালোকে ফিল্মী স্টাইলে প্রয়াত এক মুক্তিযোদ্ধার সন্তানের বসতবাড়ি দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে ফ্যাসিবাদ আ’লীগের সক্রিয় নেতা আলী হোসেন ও তার পুত্রের বিরুদ্ধে। প্রয়াত মুক্তিযোদ্ধার ভুক্তভোগী কন্যা আয়শা আক্তার উক্ত ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগে প্রকাশ, পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার বিকাল অনুমান ৪ ঘটিকার সময় গোলড়া আকিজ গোডাউনের মেইনগেট সংলগ্ন আয়শা আক্তারের টিনসেড বাসাবাড়ী অজ্ঞাতনামা ১০/১২জন ছাত্রলীগের সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে আলী হোসেন, আলী হোসেনের পুত্র ইয়াছিন হোসেন সজল, মৃত মেহের আলীর পুত্র আওলাদ হোসেন ওরফে ময়ুর আলী, মৃত পন্ডিতের পুত্র জসিম বেআইনী জনতাবদ্ধে লোহার হাতুরী, লোহার রড, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাংচুর করতে যায়। এসময় তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে নামধারী ক্যাডার বাহিনী তাদের বাসাবাড়ী জবরদখল ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপক্ষে অবস্থানকারী এবং গণ আন্দোলনের দমন পীড়নে অর্থের যোগানদাতা ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন ও তার পুত্র উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ ইয়াছিন হোসেন সজল বেশকিছু দিন লোকচক্ষুর আড়ালে ঘাপটি মেরে থাকলেও পুনরায় স্বরূপে ফিরতে শুরু করেছে।
আয়শা আক্তারের স্বামী মোঃ আমজাদ হোসেন জানায়, এই সন্ত্রাসী শ্রেনীর লোকজন যে কোনসময়ে পূর্বশত্রুতার জের ধরে আমাদের বাসাবাড়ীতে হামলা করে ভাংচুরসহ জানমালের ক্ষয়-ক্ষতি করতে পারে সেই ভয়ে আমরা আতিংকিত হয়ে আছি। আমি প্রশাসনের নিকট ন্যায় বিচার প্রত্যাশা করছি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স