ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা


আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৯:১২:০৫ অপরাহ্ন
মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা


নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সার, বীজ ও কীটনাশকের দোকানগুলোতে তদারকি করা হয়। ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা প্রদর্শন করবার, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করবার ও ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ করবার নির্দেশ দেয়া হয়। 

সফি উদ্দিন মোল্লা ট্রেডার্স দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকানটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। সুমী সীড স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, নির্ধারিত মূল্যের থেকে অধিক দামে সার বিক্রি করা হয়েছে। দোকান টিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় অভিযানে সহযোগিতা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: হুমায়ুন কবির, জেলা বাজার কর্মকর্তা এ বি এম মিজানুল হক।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ