বুড়িচংয়ে মাদক ও চোরাচালান বন্ধে সপ্তাহে দুইদিন চেকপোষ্ট বসানোর সিদ্ধান্ত
আপডেট সময় :
২০২৪-১১-২৮ ২০:৫৮:৪৪
বুড়িচংয়ে মাদক ও চোরাচালান বন্ধে সপ্তাহে দুইদিন চেকপোষ্ট বসানোর সিদ্ধান্ত
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
সম্প্রতি বুড়িচং উপজেলায় মাদক ও চোরা চালান আশঙ্কা জনক হারে বৃদ্ধি পেয়েছে। সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে ভারত থেকে প্রতিনিয়ত মাদক ও চোরাচালান বৃদ্ধি পেয়েছেন।
মাদক ও চোরাচালান বন্ধের বুড়িচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত হয় সপ্তাহে দুই দিন উপজেলার বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসন ও থানার উদ্যোগে চেকপোষ্ট বসানো হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় এ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার ফোজিয়া আক্তার, প্রকল্প কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, খাদ্য কর্মকর্তা আহমেদ হোসেন, ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পল্লী বিদ্যূৎ এর ডিজিএম হাফিজুর রহমান, পল্লী সঞ্চয় কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল হক, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা আবদুর রহিম, সমবায় কর্মকর্তা মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিল, মোকাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অহিদুর রহমান, পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স