খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত।
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক
খুলনার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সপ্তাহব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে (জুলাই বিপ্লবে) শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল আজ ঐতিহ্যবাহী সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মাকামী মাকছুদা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোঃ ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর মোঃ সামিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো: কামরুজ্জামান এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন সম্পদ, জাতীয় নাগরিক কমিটি, খুলনার প্রতিনিধি আহমেদ হামীম রাহাত ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন এর শিক্ষার্থী আইমান আহাদ প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঠিকভাবে পড়ালেখা করে যোগ্যতা অর্জন করে সঠিক জায়গায় নিজেকে পৌঁছে দিতে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।
সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মোর্তজা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স