ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শীতে ব্যস্ততা বেড়েছে লেপ তোশক কারিগরদের 


আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১১:২৯:০৮ অপরাহ্ন
শীতে ব্যস্ততা বেড়েছে লেপ তোশক কারিগরদের  শীতে ব্যস্ততা বেড়েছে লেপ তোশক কারিগরদের 



মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ।। 

শীতের আগমনে কদর বেড়েছে লেপ, তোশক ও তাদের নিপুণ হাতে সুই সুতো নিয়ে জাজিমের। এসব সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার বুড়িচংয়ে  কারিগররা। লেপ তোশকের দোকানগুলোতে ভিড় করছে ক্রেতারা। কেউ নগদ টাকায় আগে থেকে তৈরি করাগুলো কিনে নিচ্ছেন, কেউ বানানের জন্য অর্ডার দিচ্ছেন। অনেকে আবার পুরানো লেপ-তোশক মেরামত করছেন। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বুড়িচং সদর বাজার, ভরাসার,কংশনগর,ময়নামতি সহ বিভিন্ন বাজারের লেপ -তোশকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় জমেছে। দোকানিরা ক্রেতাদের বিভিন্ন মানের কাপড় ও তুলা দিয়ে তৈরি করছেন বিভিন্ন সাইজের লেপ-তোশক জাজিম। কর্মযজ্ঞ চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। প্রতি গজ লেপ তৈরির কাপড়ের দাম ৬০টাকা, তোশক ৬০টাকা এবং প্রতি গজ জাজিম তৈরি কাপড়ের দাম রাখা হচ্ছে ১৫০ টাকা করে। 

ব্যবসায়ীরা বলছেন, রেডিমেট লেপ বিক্রি হচ্ছে ১৪ শত থেকে  ১৫ শত টাকায় মধ্যে, তোশক বিক্রি হচ্ছে ১৭শত থেকে ১৯শ টাকার মধ্যে এবং জাজিম বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকার মধ্যে। এছাড়া বালিশ বিক্রি হচ্ছে ৮শত থেকে ২২শত টাকার মধ্যে।

মফিজ বেডিং স্টোরের কারিগর হাসান বলেন, ১২ বছর থেকে ময়নামতি বাজারে লেপ তোষক তৈরির কাজ করি। দিন ছোট হওয়ার প্রতিদিন গড়ে ৩-৪টি লেপ-তোশক তৈরির অর্ডার শেষ করতে পারি। 

সুমন জানান, একটি লেপ তৈরি করলে-২৫০টাকা, তোশক তৈরি করলে ২৫০ টাকা, জাজিম তৈরি করলে ৪০০ টাকা পাওয়া যায়।  

 ফারজানা বেগম জানান, আমরা গরিব মানুষ। কম্বলের যে দাম সেটা কিনার সামর্থ নাই। একারণে অল্প টাকা দিয়ে লেপ বানিয়ে নিচ্ছি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ