স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করা হলো বলেশ্বর ও ভৈরব নদীর তীর
আপডেট সময় :
২০২৪-১১-২৩ ২৩:১২:৩২
স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করা হলো বলেশ্বর ও ভৈরব নদীর তীর
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়া বাজারের গা ঘেঁষে বয়ে চলা বলেশ্বর ও ভৈরব নদীর তীরে দীর্ঘদিন জমে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিস্কার করা হয়েছে। এ কাজে নেতৃত্ব দিয়েছেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ। দীর্ঘদিন পরে নদী তীর পরিস্কার হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ।
২৩ নভেম্বর ভোর ৬ টায় কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কাজে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসন, কচুয়া প্রেসক্লাব,উপজেলা বিএনপি, জেবি গ্রুপ, বিডি ক্লিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবকরা দীর্ঘদিন ধরে নদীর তীরে জমে থাকা ময়লা বস্তায় ভরে ভ্যানে করে বাজার থেকে দূরে চালিতাখালি ব্রিজ সংলগ্ন নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলছে। পরবর্তীতে এই বর্জ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাজে লাগানো হবে। ভবিষ্যতে নদীর তীর ময়লা করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেন উপজেলা প্রশাসন। এ ছাড়াও ময়লা অপসারণের জন্য দ্রুত একটি গাড়ির ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান।
কচুয়া বাজার বণিক সমিতির সদস্য সচিব সরদার সুমন বলেন, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ব্যবসায়ীদের সচেতন করা হবে। কেউ যদি নির্দেষনা অমান্য করেন তাহলে সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
৫০ ফুট লম্বা ও ৫০ ফুট চওড়া এবং ৮ ফুট গভীল পিটে ময়লা ফেলার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এখানকার পচনশীল ময়লাগুলোকে কাজে লাগানো হবে। পলিথিনসহ অপচনশীল ময়লা ধ্বংস করা হবে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ বলেন, ভবিষ্যতে যাতে কেউ বাজার এবং নদীর তীরে ময়লা আবর্জনা না ফেলতে পারে সেজন্য মাইকিং করার পাশাপাশি ব্যবসায়ীদের মাঝে ঝুড়ি বিতরণ করা হয়েছে। এরপরেও কোন ব্যবসায়ী নদীর তীরে ময়লা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিন দুই শধাতিক স্বেচ্ছাসেবক বলেশ্বর ও ভৈরব নদীর প্রায় দুই কিলোমিটার তীর পরিস্কার করেন। এসময় স্বেচ্ছাসেবক ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়াদ্দার, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: রাশেদুল আলম, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ মনিসংকর পাইক, কচুয়া প্রেসক্লাবে সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাজার কমিটির আহবায়ক হাজরা আতিকুল ইসলাম লাবলু, সদস্য সচিব সরদার সুমন, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম, ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালী, শেখ সুজন সহ অনেকে উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স