ভারতীয় প্রেমচাঁদ ফেলোশিপ পেলেন রাবি অধ্যাপক সফিকুন্নবী
আপলোড সময় :
২০-১১-২০২৪ ১১:৪৫:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৪ ১১:৪৫:০৯ অপরাহ্ন
ভারতীয় প্রেমচাঁদ ফেলোশিপ পেলেন রাবি অধ্যাপক সফিকুন্নবী
রাবি প্রতিনিধি:
সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখায় ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ প্রেমচাঁদ ফেলোশিপ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী। গত ১৯ নভেম্বর দিল্লি সাহিত্য অকাদেমির অডিটোরিয়ামে তাঁকে এই ফেলোশিপ দেওয়া হয়। এই ফেলোশিপ বাংলা সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্য থেকে প্রতি বছর একজন বিশিষ্টজনকে প্রদান করা হয়।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক সামাদী নিজেই। এই অধ্যাপক তাঁর পিএইচডি-তে মুন্সী প্রেমচাঁদ ও শরৎচন্দ্রের কম্পারেটিভ স্ট্যাডি করেছেন। এছাড়া তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও নজরুলের গান নিয়ে কাজ করেছেন। উর্দু ও হিন্দি থেকে প্রায় ২০টি বই অনুবাদ করেছেন। তিনি চতুর্থ বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পেয়েছেন।
পুরস্কার দেওয়ার সময় সাহিত্য অকাদেমির সভাপতি ড. মাধব কৌশিক বলেন, অধ্যাপক সামাদী ভারতীয় সাহিত্যকে আন্তর্জাতিক রূপ দিতে সাহায্য করেছেন। অধ্যাপক সামাদী একজন আদর্শ বিশ্বনাগরিক। এমন লেখকরা না থাকলে বিশ্বনাগরিকত্বের ধারণাটি শহরের গণ্ডি পেরোতে পারত না। অধ্যাপক সামাদী ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অর্থবহ সেতুবন্ধন হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, এটা অবশ্যই একটি সম্মাননার ব্যাপার। পুরস্কার পেলে অবশ্যই অনেক ভালো লাগা কাজ করে। তবে পুরস্কার পাওয়ার সাথে সাথে অনেক দায়িত্বও বেড়ে যায়। আমাকে যে কাজের জন্য পুরস্কারটা দেওয়া হয়েছে তার প্রতি আরো এক বড় দায়িত্ব বেড়ে গেছে। যতদিন সামর্থ্য থাকে ততদিন কাজ করে যেতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স