ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাবির সিন্ডিকেটে নতুন সদস্য হলেন দুই অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৪-১১-২০ ২৩:৩৬:৪৯
রাবির সিন্ডিকেটে নতুন সদস্য হলেন দুই অধ্যাপক রাবির সিন্ডিকেটে নতুন সদস্য হলেন দুই অধ্যাপক

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিন্ডিকেটে নতুন দুই সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম-২ ও আরবী বিভাগের অধ্যাপক মো. নিজাম উদ্দীনকে দুই বছরের জন্য নিয়োগ করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পত্রে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

নিয়োগ পত্রে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ২৩(১)(এইচ) ও ২৩(৩) ধারা অনুযায়ী সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম-২ ও আরবী বিভাগের প্রফেসর মো. নিজাম উদ্দীনকে দুই বছরের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর এই নিয়োগ প্রদান করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ