ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে চাচার হাতে ভাতিজা খুন

স্টাফ রিপোর্টার
আপডেট সময় : ২০২৪-১১-১৯ ১৮:১৪:২৯
চট্টগ্রামে চাচার হাতে ভাতিজা খুন চট্টগ্রামে চাচার হাতে ভাতিজা খুন


এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামে পটিয়াতে সামান্য বিষয়  নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজা মো. রাশেদ প্রকাশ রাসেল (২৩) নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। সে পোশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তার দেড় বছর বয়সী ও ৭ মাস বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। ঘাতক চাচা জালাল উদ্দিন (৪০)। তার পিতার নাম রাজা মিয়া।

নিহত রাসেলের আরেক চাচা নাছির মিয়া জানান, ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। ছোট বেলা থেকে দাদা-দাদী তাকে লালন পালন করে বড় করেন। আমার বড় ভাই জালাল উদ্দিন চট্টগ্রাম নগরে ভাড়া বাসায় থাকেন। রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পায় তার একটি তোশক ভাতিজা বিছানা করে ব্যবহার করছে। এনিয়ে চাচা ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করেন। এসময় গুরুতর আহত অবস্থায় আমি তাকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী জানান, রাত ১১টার দিকে গলার ডান পাশে জবাই করা অবস্থায় রাসেল নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে মারা যায়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চাচা জালাল উদ্দিনকে আটকের জন্য অভিযান চলছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ