ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লালপুরে অনিয়ম-দুর্নীতির দায়ে অতিষ্ঠ শিক্ষক-কর্মচারীরা,প্রধান শিক্ষক লাঞ্ছিত,আদ্যবধি স্কুলে অনুপস্থিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০২:১৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০২:১৩:৪৩ অপরাহ্ন
লালপুরে অনিয়ম-দুর্নীতির দায়ে অতিষ্ঠ শিক্ষক-কর্মচারীরা,প্রধান শিক্ষক লাঞ্ছিত,আদ্যবধি স্কুলে অনুপস্থিত লালপুরে অনিয়ম-দুর্নীতির দায়ে অতিষ্ঠ শিক্ষক-কর্মচারীরা,প্রধান শিক্ষক লাঞ্ছিত,আদ্যবধি স্কুলে অনুপস্থিত


মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অবস্থানরত ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র/ছাত্রী,অভিভাবকবৃন্দ সহ স্থানীয় সচেতন মহল ঐক্যবদ্ধ হয়ে অত্র বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং দূর্নীতি মুক্ত প্রতিষ্ঠান গড়তে অনিয়ম-দুর্নীতিবাজ প্রধান শিক্ষক এনামুল হককে লাঞ্ছিত করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।এ ঘটনায় গত ১০ নভেম্বর-২০২৪ থেকে আদ্যবধি(১৮ নভেম্বর-২৪)প্রধান শিক্ষক এনামুল হক বিদ্যালয়ে অনুপস্থিত।

সোমবার ১৮ নভেম্বর-২৪) সরজমিনে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-কর্মচারী, ছাত্র/ছাত্রী ও স্থানীয় সূধীজনদের সাথে কথা হলে তারা সংবাদ কর্মীদের জানান, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এনামুল হকের অনিয়ম-দুর্ণীতির অন্ত নাই। এই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি প্রধান শিক্ষক হওয়ার পর থেকে তাঁর ইচ্ছে মতো পকেট কমিটি গঠন করে নিয়োগ বানিজ্য, বিভিন্ন শিক্ষা খাতের ভর্তুকির টাকা উত্তোলন, ক্লাস রুম-কমন রুম, ওয়াশ ব্লক বিক্রি করে আত্মসাৎ, ইচ্ছে মত স্কুলে এসে আবার চলে যাওয়া, শিক্ষকদের প্রাপ্য ছুটি না মঞ্জুর করে বেতন কাটাঘ সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে এই শিক্ষাু প্রতিষ্ঠানের সুনাম বিলিয়ে দিয়েছেন।

এ বিষয়ে শিক্ষক-কর্মচারীরা বলেন,তাঁর ক্ষমতার দাপটে আমরা অতিষ্ঠ হয়ে গত ৫/৬ সেপ্টেম্বর-২৪ এ আমরা সহ ছাত্র/ছাত্র ও অভিভাবক একত্রিত হয়ে প্রায় ১৫০ জন স্বাক্ষর করে উপজেলা মাধ্যমিক অফিসার,ইউএনও অফিস সহ বিভিন্ন শিক্ষা দপ্তরে অভিযোগ করেও তিনি সংশোধন হননি। এমনকি উপজেলা শিক্ষা অফিসার আমাদের সহকারী শিক্ষক আলাউদ্দিন কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদানের চিঠি দিলেও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে দায়িত্ব ছাড়েনি। উল্টা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ১ লক্ষ টাকা ঘুষের অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক এনামুল হক সংবাদ কর্মীদের বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা, অন্যায় ভাবে আমাকে হেনস্তা করে স্কুল থেকে বের করে দিয়েছে আমি ইউএনও বরাবর অভিযোগ দিয়েছি। মান-ইজ্জতের ভয়ে আপাতত স্কুলে উপস্থিত হতে পারছি না।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধাকে মুঠোফোনে পাওয়া যায় নি।

উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) সংবাদ কর্মীদের জানান, বিষয়গুলো অবগত আছি তদন্ত চলমান রয়েছে। এ দিকে স্থানীয় সহ সূধীজনদের দাবী, বিষয় গুলোর সু-নিদিষ্ট সুরাহা না করা পর্যন্ত প্রধান শিক্ষক এনামুল হক যেন অত্র প্রতিষ্ঠানে উপস্থিত না হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ