পেকুয়ায় সাউন্ড বক্সের তারে বিদ্যূতায়ীত হয়ে শিশুর মৃত্যু
আপডেট সময় :
২০২৪-১১-২৫ ১৮:৫৫:৩৪
পেকুয়ায় সাউন্ড বক্সের তারে বিদ্যূতায়ীত হয়ে শিশুর মৃত্যু
পেকুয়া প্রতিনিধি:-
কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালীর উত্তর পাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে নানার প্রতিবেশি মোস্তাকের বিয়ে বাড়ির ডেকোরেশনের সাউন্ড বক্সের তারে জড়িয়ে বিদ্যূতায়ীত হয়ে মোঃ হামিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু হামিদ উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার মোঃ কামাল হোসেন ও আনিছা বেগম দম্পতির ছেলে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী উত্তর পাড়ার নানার বাড়ির পাশে মোস্তাকের বাপের বিয়ে বাড়িতে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি লাশ থানায় নিয়ে যায়।
নিহত শিশুর পিতা কামাল হোসেন বলেন, বিয়ে বাড়ির ডেকোরেশনের সাউন্ড বক্সের বিদ্যূতের তারে বিদ্যূতায়ীত হলে আমরা দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ছেলেকে মৃত ঘোষণা করে। হাসপাতাল থেকে আনার পর পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম জানান, মোস্তাকের বাপের বিয়ে বাড়িতে ডেকোরেশনের তারে অসাবধানবশতঃ বিদ্যূতায়ীত হয়ে শিশু হামিদের মর্মান্তিক হয়েছে। শিশুর পিতা-মাতার কোন প্রকার অভিযোগ না থাকায় পেকুয়া থানা প্রশাসন পিতা-মাতার কাছে লাশ হস্তান্তর করার পর সামাজিকভাবে পারিবারিক কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দল পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত শিশুর পিতা-মাতা লিখিতভাবে অনাপত্তি দেয়ায় পিতা-মাতা কামাল হোসেন ও আনিছা বেগমের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স