ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নারীদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক জনসমাবেশ


আপডেট সময় : ২০২৪-১১-২৫ ১৮:৪৯:৩৫
ঠাকুরগাঁওয়ে নারীদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক জনসমাবেশ ঠাকুরগাঁওয়ে নারীদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক জনসমাবেশ




রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি  : 
ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিত হোক ভূমিতে নারীর অধিকার ও মানবাধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জেলা জন-নারী ঐক্য পরিষদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

আজ (২৫ নভেম্বর) সোমবার দুপুরে পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। জেলা জন-নারী ঐক্য পরিষদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগীতায়।


এ সময়ে জন নারী ঐক্য পরিষদের সভাপতি রফিকা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জিন্নাতারা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার শামীমা নাজনিন, চ্যানেল ২৪ এর ঠাকুরগাঁও প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, বাংলা চ্যানেলের ঠাকুরগাঁও প্রতিনিধি জয় মহন্ত অলক, নারী ঐক্য উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক দিপা খালকো অন্যান্যরা। 


এর আগে সকালে সংস্থাটির পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে ভূমি দস্যু কর্তৃক দখলকৃত সকল খাস জমি উদ্ধারে পদক্ষেপ গ্রহণ, ভূমি বন্দবস্ত আইনে খাস জমির তালিকা প্রদর্শণ, কৃষিতে নারীদের কৃষি শ্রমিক আইনে মজুরি সমতা আনা, খাস জমি বন্দবস্ত প্রক্রিয়াটি সংষ্কার করে ভূমিহীন প্রতি পরিবারকে ২.০০ একর খাস জমি প্রদান করা সহ ৯ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দেয়া হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ