কটিয়াদীতে ভুমিদস্যুসহ ৫ জন আটক
আপডেট সময় :
২০২৪-১১-২৫ ১৮:০৬:০৫
কটিয়াদীতে ভুমিদস্যুসহ ৫ জন আটক
এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বলপূর্বক ভাংচুর লুটপাট ও জমি দখল করতে গিয়ে সেনাবাহিনীর হাতে ৫ জন আটক হয়েছেন। আটককৃতরা হচ্ছে- সালাহ উদ্দিন সেলু (৬৫) মোঃ মুর্শিদ মিয়া (৪২), লুৎফর রহমান মেনু (৫২), আজাদুল কবির বিপুল (৪৩), জাকির হোসেন জুয়েল (৪২)। রোববার আটককৃতদেরকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
জানা যায়, শনিবার বিকালে উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যচারিপাড়া গ্রামে মো. আসাদ মিয়ার ক্রয়কৃত জমিতে নির্মাণ করা বাড়ি ও গাছপালা দখল করতে যায় সালাহ উদ্দিন সেলু তার ভাড়াটিয়া লোকজন নিয়ে। তারা বাড়ি নির্মাণ সামগ্রী ভাংচুর ও গাছ কাটতে শুরু করলে লোকজন বাঁধা দেয়। এ সময় হামলাকারীরা মহিলাসহ বাড়ির লোকজনকে মারপিট করতে থাকে। ঘটনার স্থলটি কটিয়াদী অস্থায়ী সেনা ক্যাম্পের সন্নিকটে হওয়ায় সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে কটিয়াদী মডেল থানায় সোপর্দ করে। শনিবার রাতে আসাদ মিয়া আটক ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যাক্তিদের নামে একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী আসাদ মিয়া জানান, আমার ক্রয়করা জমিতে বাড়ী-ঘর নির্মান করে ভোগ দখল করিয়া আসিতেছি । শনিবার সকালে বিবাদীরা অজ্ঞাত নামা লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার জমি দখলের উদ্দেশ্যে জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কাটিয়া ও ঘর নির্মানের জন্য স্থাপিত সিমেন্টের পিলার ভাংচুর করে। এ সময় আমরা বাধা দিলে আমাদেরকে এলোপাতারী মারপিট করতে থাকে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরোদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স