কুড়িগ্রামের উলিপুরে বিএনপি’র সভাপতির নামে ভূয়া ফেসবুক আইডি, থানায় জিডি
আপডেট সময় :
২০২৪-১১-২৫ ০২:৫৪:০১
কুড়িগ্রামের উলিপুরে বিএনপি’র সভাপতির নামে ভূয়া ফেসবুক আইডি, থানায় জিডি
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার নামে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করার ঘটনায় থানায় জিডি হয়েছে। উলিপুর থানার ওসি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে একটি আইডি ব্যবহার করে আসছেন। হঠাৎ করে শনিবার (২৩ নভেম্বর) সকালে তিনি তার ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান কে বা কারা তার নাম ও ছবি ব্যবহার করে আরেকটি ভূয়া আইডি খুলেছেন। ওই আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের রাজনৈতিক পোষ্ট করছেন একটি মহল। বিষয়টি তিনি দেখতে পেয়ে থানায় জিডি করেন।
উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা বলেন, একটি কুচক্রি মহল আমার নাম ও ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের রাজনৈতিক পোষ্ট করছে। বিষয়টি আমি দেখতে পেয়ে ভবিষ্যতের জন্য শনিবার বিকালে থানায় জিডি করেছি।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ভূয়া ফেসবুক আইডি খোলার ঘটনায় জিডি হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স