রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ
আপডেট সময় :
২০২৪-১১-২৫ ০২:১৭:০৭
রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত হয়েছেন আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। রবিবার ( ২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিযুক্ত করেন।
নবনিযুক্ত রেজিস্ট্রার ইতিমধ্যে তাঁর দায়িত্বে যোগদান করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর পাশ করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন
২০০৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তাঁর ৪২টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শহীদ হবিবুর রহমান হলের হাউজ টিউটর এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির পার্টটাইম শিক্ষক ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স