ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় ১০০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা 


আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০২:০৬:৪৬ পূর্বাহ্ন
ভোলায় ১০০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা  ভোলায় ১০০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা 




আশিকুর রহমান শান্ত, 
ভোলা প্রতিনিধি:
 


ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি স্কুটি সহ ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত। 

এসময় নিষিদ্ধ পলিথিন বহন করা ব্যবসায়ী মোঃ হাছান (১৯) নামে একজন কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।


রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টা ৫০ মিনিটের সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান হাফিজ এ জরিমানা করেন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া ও ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।


ব্যবসায়ী মোঃ হাছান বাপ্তা ইউনিয়নের বুড়ি মসজিদ এলাকার মাইনুদ্দিন এর ছেলে। তিনি ভোলার নিষিদ্ধ পলিথিন এর প্রধান হোতা মোঃ ফরহাদ এর অধীনে ব্যবসা করে বলে জানা যায়। 


ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথমে পুলিশ সদস্যরা নিষিদ্ধ পলিথিন বোঝাই স্কুটি টি জব্দ করে। পরে তারা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ব্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা করেন।


তিনি আরও জানান, জব্দ পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।


উল্লেখ্য, ভোলার প্রায় সকল নিষিদ্ধ পলিথিন আমদানিকারক ও খুচরা পর্যায় ব্যবসায় করেন পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকার বাসিন্দা মোঃ ফরহাদ হোসেন। এর আগেও একাধিকবার প্রশাসনের একাধিক টিম তার গুদামঘর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন। তারপরেও ফরহাদ দমে যাননি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ