কুবি স্কাউট গ্রুপের বর্ষসেরা রোভার নূরে আলম ও রোম্মানা
আপডেট সময় :
২০২৪-১১-২৪ ১৪:৫৮:০৮
কুবি স্কাউট গ্রুপের বর্ষসেরা রোভার নূরে আলম ও রোম্মানা
কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট ইউনিটের বর্ষসেরা রোভার নির্বাচিত হয়েছেন বিশ্বদ্যালয়ের১৫তম আবর্তণের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নূরে আলম ও রোম্মানা হোসেন।
শনিবার (২৩ নভেম্বর) রাতে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পের সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষসেরা রোভারদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে গার্ল-ইন রোভারমেট শারমিন মেঘলা ও গার্ল-ইন রোভার রুবাইয়াত তাজবিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট লিডার এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জিয়া উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন ইউনিট লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, কুমিল্লা রোভারের সহসভাপতি মাশুক আলতাফ চৌধুরী, কুমিল্লা জেলা রোভার সম্পাদক মাইনুদ্দীন খন্দকার, ডিআরএসএল রিমনসহ বিভিন্ন গ্রুপের গ্রুপ সম্পাদকেরা।
বর্ষসেরা রোভার নূরে আলম বলেন, স্কাউট হলো আমার অন্যতম ভালো লাগার জায়গা। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে স্কাউটের সাথে যুক্ত ছিলাম। স্কাউটিংয়ে সব সময় কাজকে প্রাধান্য দেওয়া হয়। এখানে প্রতিবছর বর্ষসেরা রোভার ও গার্ল-ইন রোভার দেওয়া হয়। কখনো পাওয়ার জন্য কাজ করি নাই, সবসময় ভাল লাগা থেকে কাজ করেছি। বর্ষসেরা রোভার হয়ে খুব ভালো লেগেছে।
গার্ল-ইন রোভার রোম্মানা হোসেন বলেন, রোভারিং কাজটা হচ্ছে স্বেচ্ছায় কাজ করা। যখনই কাজ করেছি স্বেচ্ছায় করেছি। ভার্সিটিতে উঠার পর ২০২২ সাল থেকে স্কাউট এর সাথে যুক্ত আছি। রোভার স্কাউট ভালো লাগা থেকে করা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স