নিজস্ব প্রতিবেদকঃ ডাকাতি মামলার ০১ জন আসামি কেরাণীগঞ্জের চুনকুটিয়া হতে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
গত ১০/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.১০ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে শাক্তা ইউনিয়নের পশ্চিশ বামনশুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে ডাকাতি করার উদ্দেশ্যে ব্যবহৃত ট্রাক থামিয়ে ০৪ জন ডাকাতকে দেশীয় অস্ত্রশস্ত্র’সহ গ্রেফতার করে এবং ৯/১০ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় ডাকাতির প্রস্তুতি বিষয়ে মামলা রুজু হয়।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায়, জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৬/০৮/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৬.১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ডাকাতি মামলার তদন্ত প্রাপ্ত আসামি মো: আকাশ (২৫), পিতা- আ: সামাদ, সাং- চর অভিনগর, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।