বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:৫৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:৫৪:২৫ অপরাহ্ন

রাজস্থলী প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিওন (কাপ্তাই জোনের) অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পে উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের সকল হেডম্যান ও কারবারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ১০.৩০ টায় রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে এবং ক্যাম্প কমান্ডার মেজর মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এই হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্যাম্প উপাধিনায়ক ক্যাপ্টেন এসকে এম সাদমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ জামাল উদ্দিন, দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যবৃন্দ৷ এছাড়াও গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিং মং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, দুই ইউনিয়নের ১৬ জন ইউপি সদস্যসহ উপজেলার সর্বমোট ১০২ জন হেডম্যান ও কারবারি এতে অংশগ্রহণ করেন। 

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং এখানে বসবাসরত সকল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ের সকল জনগোষ্ঠীর ভ্রাতৃত্ববোধ বজায় রেখে জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

এছাড়াও, এলাকার শান্তি রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকল স্তরের জনগনকে উদ্ভুদ্ধ করা, তরুণ প্রজন্মকে কারিগরি ও ব্যবহার নির্ভর শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা, শিশুদের সুন্দর ভবিষ্যত গঠনের লক্ষ্যে পারিবারিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ, যেকোন মূল্যে সন্ত্রাস, অবৈধ কার্যকলাপ ও মাদকের ব্যবহার ও বিক্রয় রোধ করা, নিরাপদ পানির সংস্থান এবং গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমিকভাবে রাস্তা-ঘাট, স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র সংস্কার। শিশুস্বাস্থ্য ও প্রসূতিসেবায় বিশেষ ভাবে জোর দেয়া, সেনাবাহিনীর পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং যুব সমাজকে বিজ্ঞাণ ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ আয়োজন করাসহ ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

উল্লেখ্য, গত ১৫ জুন ২০২৫ বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮ বীর কর্তৃক কাপ্তাই জোনের রাজস্থলী সাব-জোন ও বাঙ্গালহালিয়া সাব-জোনের দায়িত্ব গ্রহণ করা হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল এই ক্যাম্পে আয়োজিত প্রথম সম্মেলন। সম্মেলনটি শান্তি রক্ষা, উন্নয়ন সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর সদা প্রস্তুতির অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়। যেকোনো পরিস্থিতিতে এলাকার সাধারণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতে এ ধরনের সম্মেলন নিয়মিত আয়োজন করা হবে বলে সেনাবাহিনীর বরাতে জানানো হয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]