বানারীপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:০১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:০১:৪২ অপরাহ্ন
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান চোবদার, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোকাম্মেল হোসেন মোজাম্মেল প্রমুখ।

এর আগে, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বানারীপাড়া থানা পরিদর্শন করেন। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে তিনি উপজেলার সলিয়াবাকপুরে দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]