কানাইঘাটে ভলান্টিয়ার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৩৬:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : কানাইঘাটে ভলান্টিয়ার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত (১১ আগষ্ট) সোমবার কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদে ডবিøউএফপি, এসআরএসপি প্রজেক্ট ও এফআইভিডিভি-এর উদ্যোগে ভলান্টিয়ার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন, বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান উদ্দিন। আলোচনায় অংশ নেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউপিসি কাওছার আহমদ, এফ.এফ আতিয়া রহমান উর্মী এবং এফ.এফ শাহারুল ইসলাম।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় সেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বন্যার পূর্বে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি। বন্যার সময় ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া, নারী-পুরুষের জন্য আলাদা থাকার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে উদ্বুদ্ধ করা। এ ধরনের প্রশিক্ষণ সেচ্ছাসেবীদের দক্ষতা ও প্রস্তুতি বাড়াবে, যা দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]