সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে হবিগঞ্জে মানববন্ধন

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৭:২৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৭:২৫:২০ অপরাহ্ন
 
শাহ্ মোঃ মামুনুর রহমানঃ গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার, আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দ্রুত হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, উপদেষ্টা সাংবাদিক আব্দুল কাদির কাজল,সহ-সভাপতি উজ্জ্বল বনিক, আজিজুর রহমান আজিজ।

আরও বক্তব্য রাখেন, সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ মামুনুর রহমান,হবিগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মোঃ সাজন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, আজিজুল ইসলাম হৃদয়, সাংবাদিক সোহাগ, হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান খান, সাধারণ সম্পাদক শাওন-চৌধুরী),জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা শাখার সকল সাংবাদিকবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থা শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সকল সাংবাদিকবৃন্দ, লাখাই উপজেলার সকল সাংবাদিক বৃন্দ,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মনজুরুল হক সাহেবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মোঃ সাজনের পরিচালনায় 
মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

অন্যান্যদের মাঝে বক্তব্য-রাখেন- শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি মো রাসেল মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম মজনু, মিজানুর রহমান সুমনপ্রমূখ। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে/-সাংবাদিকদের নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে।
 
সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর না করিলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলোনের কর্মসূচির পালন করার কঠোর হুঁশিয়ারী-দেন  বক্তারা। সর্বশেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে অনুষ্ঠানের সমাপনী করা হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]