রাকসু নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের প্রতি গুরুত্বারোপ করেন, পুলিশ কমিশনার

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:২০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:২০:১১ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিনেট ভবনে ২০২৫ সালের রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রেঞ্জ ডিআইজি, রাজশাহী। পুলিশ কমিশনার আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোকপাত করেন।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি আরএমপি পুলিশ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করবে।

তিনি উল্লেখ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা প্রয়োজন। এজন্য সিসি ক্যামেরা স্থাপন এবং গেটগুলো সুরক্ষিত রাখার প্রতিও গুরুত্বারোপ করেন। সেইসাথে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলেও তিনি জানান।

​কমিশনার ২৪ জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূ‚মিকার প্রশংসা করে বলেন, যেহেতু এটি শিক্ষার্থীদের নির্বাচন, তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদেরকেও ইতিবাচক ভ‚মিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা অপরিহার্য। এসময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]