হিজলায় মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় মাল বোঝাই জাহাজ ডুবি।

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১০:০৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১০:০৭:০৯ অপরাহ্ন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে আলীগঞ্জ এলাকায় জাহাজের ধাক্কায় মালবোঝাই জাহাজ নদীতে ডুবে যায়। ঘটনাটি নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল।

জানা যায়, ভারত থেকে ১১২০ মেট্রিক টন কাঁচামাল ফ্লাই-এস নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়। গতকাল ১১ আগস্ট রাত, আনুমানিক ৩ টার সময় পথিমধ্যে  আলীগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীতে এম বি মিম নামের জাহাজটি নোঙর করে। তখন বিপরীত দিক থেকে এমবি আল কুরা-১ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলে নদীতে জাহাজটি তলিয়ে যায়। জাহাজে থাকা স্টাফরা অক্ষত রয়েছে।

এ ঘটনায় এম বি মিম জাহাজের মালিকের ভাই মানিক মিয়া হিজলা থানায় একটি সাধারণ ডায়রি করেন। হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানান নদীতে জাহাজ ডুবির সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনা স্থানে গিয়েছি। মালিক পক্ষের সাথে কথা হয়েছে। জাহাজটি উত্তোলনের তাদের সহযোগিতা করা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]