বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে বক্তব্যে 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' বলায় একজন আটক

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৫৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:৫৪:৪৮ অপরাহ্ন


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি।

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু'’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নথুল্লাবাদে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম সরোয়ার হাওলাদার। তার বাড়ি বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী তামিম নামে এক আন্দোলনকর্মী বলেন, সরোয়ার হাওলাদার নামের ওই ব্যক্তি আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন। তিনি স্বাস্থ্যখাত সংস্কারের কথাও বলেছেন। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করেন। তখন আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই।

আরেকজন কর্মী বলেন, তিনি আওয়ামী লীগের কোনো পদবিধারী কিনা জানি না। তবে তিনি আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন। তবে সরোয়ার হাওলাদার নামের ওই ব্যক্তি দাবি করেছেন, আমি আওয়ামী লীগের কেউ নই। বক্তব্য দিতে গিয়ে ভুলে বলে ফেলেছি। এজন্য ক্ষমাও চেয়েছি।

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, একজনকে আটক করে পুলিশে দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা ওই ব্যক্তির পরিচয় যাচাই করছি। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা দেখা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]