তুহিন হত্যার রেশ কাটতে না কাটতেই গৌরনদীতে সাংবাদিককে হত্যার হুমকি

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৪৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:৪৭:১৫ অপরাহ্ন
‎
‎বিশেষ প্রতিনিধিঃ 
‎গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে দেশজুড়ে যখন নিন্দা ও শোকের আবহ, ঠিক সেই সময় বরিশালের গৌরনদীতে আরেক সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
‎

‎বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) গৌরনদী উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও স্থানীয় সাংবাদিক কেএম সোহেব জুয়েল জানান, এর আগে তাকে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছিল। এবার সেই বিরোধের জেরে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎

‎মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের বাসিন্দা সাংবাদিক জুয়েল সাংবাদিকদের জানান, বাবুগঞ্জ উপজেলার ঠাকুরমল্লিক গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে গোলাম মোর্শেদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সম্প্রতি মোর্শেদ হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেন। সেই মামলায় কারাভোগের পর জামিনে বের হয়ে মোর্শেদ ও তার সহযোগীরা তাকে ধারাবাহিকভাবে হত্যার হুমকি দিয়ে আসছেন।

‎
‎জুয়েল বলেন, “চলতি মাসের ৭ আগস্ট বিকেলে সরিকল বন্দরে বসে গোলাম মোর্শেদের একজন সহযোগী প্রকাশ্যে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি এখন প্রতিটি মুহূর্তে আতঙ্কে আছি।
‎

‎এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎

‎সাংবাদিক নিরাপত্তা প্রশ্নে নতুন উদ্বেগ গাজীপুরের তুহিন হত্যার রেশ কাটতে না কাটতেই গৌরনদীতে সাংবাদিক হত্যার হুমকির এই ঘটনা মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিক নেতারা বলছেন, বারবার সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনা প্রমাণ করে, এ পেশায় কর্মরতরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন।
‎

‎বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক খোকন আহমেদ হীরা বলেন, তুহিন হত্যাকাণ্ড ও জুয়েলের ওপর হামলার ঘটনার মতো ঘটনা সাংবাদিকতার স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি। অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]