শেরপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:০৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:০৬:৪৫ অপরাহ্ন
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : 'প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি' এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস  উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 
 
১২ আগষ্ট মঙলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ওইসবের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। 
 
আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, সুশীল সমাজের প্রতিনিধি জাহিদুল ইসলাম, উপজেলা এনসিপি'র আহবায়ক হুমায়ুন কবির আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মামুন মিয়া, যুব সংগঠক খাদেমুল ইসলাম, সফল উদ্যোক্তা শফিউল্লাহ, সফল আত্মকর্মী যুবক কামরুজ্জামান ও আফরিন আন্না প্রমুখ। 
 
অনুষ্ঠানে ৫ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলাকে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণের চেক এবং হাঁস-মুরগি পালনের উপর ৭ দিনের প্রশিক্ষণ নেওয়া ১৫ জনকে সনদপত্র দেওয়া হয়। 
 
ওইসময় উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ প্রশাসনের কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, প্রায় দেড় শতাধিক প্রশিক্ষিত যুব ও যুব মহিলা এবং বিভিন্ন যুব সগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]