​দিনাজপুর মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:৩৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:৩৩:১৭ অপরাহ্ন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা।

গত রোববার সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১টায় কলেজের প্রশাসনিক চত্বরে এসে শেষ হয়। এতে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইন্টার্ন ডাক্তার জীবন, ৩০তম ব্যাচের মোঃ তৌফিকুল ইসলাম তানিম, মোঃ মেহেদী হাসান, ৩৩ ব্যাচের মোঃ সাদাকাত রাফীদ প্রমুখ।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল রাতের আঁধারে শহরের বিভিন্ন স্থানে কুরুচিপূর্ণ ও মিথ্যা অপবাদ-সংবলিত পোস্টার  লাগিয়েছে, যা ঐ কলেজের অধ্যক্ষের সম্মান ক্ষুণন করার উদ্দেশ্যেই তা করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ফ্যাসীস্ট আওয়ামী সরকারের পতনের পর জুলাই-আগস্টে অধ্যাপক ডা. শেখ সাদেক আলী অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দক্ষ নেতৃত্বে কলেজটি ইতিমধ্যে জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করেছে এবং সর্বশেষ ২৯তম ব্যাচের অসাধারণ ফলাফল এই অগ্রগতির প্রমাণ করেছেন। তিনি শিক্ষার্থীদের স্নেহ ও যতেœ পড়াশোনা করাচ্ছেন এবং কলেজকে আধুনিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ঐ ফ্যাসিস্ট সরকারের দোশরেরা একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে তাকে সরানোর জন্য। তিনি সরে গেলে তাদের স্বার্থ হাসিল হবে।

তাঁরা আরও বলেন, ‘রাতের আঁধারে চোরের মতো যারা আমাদের স্বনামধন্য অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পোস্টার লাগিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারীদের দ্রæত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংবলিত অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর আমি কলেজকে আধুনিক রূপ দেওয়ার অঙ্গীকার করেছি। শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। তবে রাতের আঁধারে আমার বিরুদ্ধে কুৎসা রটানো আমাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। ফ্যাস্টি সরকারের দোশরেরা এখনও থেমে নেই ষড়যন্ত্র থেকে।’

উল্লেখ্য, গত ৩ আগস্ট গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে অপবাদ দিয়ে পদত্যাগের দাবি জানিয়ে পোস্টার লাগানো হয়। পরে সচেতন নাগরিক ও পেশাজীবীরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন। এ ব্যাপারে সচেতন নাগরিক ও পেশা জীবিরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দাবী জানিয়েছেন, তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের দাবী জানান।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]