ত্রিশালে ওমান প্রবাসীর জমির সীমানা প্রাচীর ভাংচুর, হত্যার হুমকি

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৩:০২:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৩:০২:০০ অপরাহ্ন
 
(ত্রিশাল, ময়মনসিংহ)
 
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কুশা নগর গ্রামের ওমান প্রবাসীর জমির সীমানা প্রাচীর ভাংচুর, জোরপূর্বক দখল ও হত্যার হুমকি দিয়েছে একটি জমি দখলকারী মহল। এ ব্যাপারে ভোক্তভোগী ওমান প্রবাসী খোকন বাদী হয়ে সোমবার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। 
 
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিবেশী এক প্রভাবশালী ক্ষমতার অপব্যবহার করে দখলবাজির মাধ্যমে অন্যের জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে। এ ঘটনায় বাধা দিলে ভূমি দখলবাজ সাঙ্গপাঙ্গরা জমির মালিক ও স্বজনদের মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
 
এ বিষয়ে আজ দুপুরে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেছেন, ভুক্তভোগী প্রবাসী খোকন মিয়া। অভিযোগ উঠছে, ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের প্রভাবশালী একটি চক্র জমি দখলে বেপরোয়া হয়ে উঠেছে। কোনো কাগজপত্র ছাড়াই জমি দখল করে নিচ্ছে। নিজেদের অপকর্ম আরো শক্তিশালী করতে দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে দখল করেছে কুর্শানগর এর মৃত সাহেদ আলী ভূমিদস্যু ছেলে আশ্রাব আলী (৫৮), ও শামছুল হক (৫২), মোঃ মাসুদ (৩৫), মাহফুজ (৩২), জেসমিন (৩৮), হালিমা খাতুন (৫৫) গং। 
 
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর মৌজার জে,এল নং ৯০,খতিয়ান নং ১০৫, দাগ নং-৯৮৪ জমির পরিমাণ সাড়ে ১২  শতাংশ জমি পৈত্রিক সুত্রে পান এবং বাকী জমি সাবকাওলা দলিল মূলে কিনেন  এবং জমির মালিকানা  সুত্রে জমির সীমানা নির্ধারন করে তাতে পিলার দিয়ে কাটা তারের বেড়া দেন।  কিন্তু পাশের বাড়ির আশ্রাব আলী (৫৮), শামছুল হক (৫২), মাসুদ (৩৫),মাহফুজ (৩২), জেসমিন (৩৮), হালিম খাতুন (৫৫) রোববার দা বল্লম নিয়ে প্রবাসী খোকন মিয়াকে দাওয়া করে ঘরের ভিতর মেওে ফেলার হুমকি দিয়ে  আটকে রেেেখ  জমিতে দেয়া খুঁটি  তারের বাউন্ডারি সীমানা প্রাচীর ভাংচুর করে।
 
স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, আমি কিছুদিন আগে শুনেছি এই জমি ওমান প্রবাসী খোকন মিয়া কিনেছে। পরে সে জমি মেপে সীমানা প্রাচীর নির্ধারণ করে পাকা ফিলার ও জিআই তারের বেরা দেয়। কিন্তু গতকাল বিকালে আশ্রাব আলীরা তা ভাংচুর করে এবং জমি দখল নেওয়ার চেষ্টা করেছে।
 
এ বিষয়ে জানতে চাইলে আরেক স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, গতকাল রোববার  বিকালে তারা জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে এটা ঠিক হয়নি।
সরেজমিনে দেখা গেছে, দলিলপত্র যাচাই করে ওমান  প্রবাসী খোকন মিয়ার কাগজপত্র সঠিক পাওয়া যায়।  স্থানীয় সালিশে ওই জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হলেও ভূমিদস্যু আশ্রাব আলীরা প্রভাব খাটিয়ে  কোনো তোয়াক্কা করছে না।
 
ওমান প্রবাসী খোকন মিয়া বলেন, আমি ছুটে এসে এ জমি কিনেছি আমার নামেই জমি দলিল ও খাজনা খারিজ হয়েছে। অথচ আশ্রাব আলীরা আমার জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে এবং আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে। আমি সরকারের কাছে সুস্থ বিচার চাই।
 
এ বিষয়ে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]