সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০২:৫৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০২:৫৬:০২ অপরাহ্ন
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
গাজীপুর চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে সন্ত্রাসীরা ও নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে রংপুরে বদরগঞ্জে মঙ্গলবার ১২ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, আমারদেশ পত্রিকা বিভাগীয় প্রধান বাদশাহ ওসমানী।

তিনি বলেন, সাংবাদিকরা কারো নয়। যেখানে অপরাধ অন্যায় সেখানে সাংবাদিকরা। সাংবাদিক তুহিনকে যারা হত্যা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। বদরগঞ্জে বিভিন্ন স্হানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। মাদকে ভরে গেছে। সাংবাদিক রিপোর্ট করলে মিথ্যা মামলা অভিযোগ দেওয়া হয়। পুলিশ অভিযানে যায় যায় সেনাবাহিনী।

দৈনিক আজকের পত্রিকা সাংবাদিক আশরাফুল ইসলাম আপন বলেন, সাংবাদিকরা যখন একটি ঘটনা নিয়ে রিপোর্ট করে তখন কারো পক্ষে যায়। আবার কারোই বিপক্ষে যায়। অনেকে ফোন দিয়ে সাংবাদিক কে গালিগালাজ করে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। আজ সমস্ত সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে অপরাধের বিরুদ্ধে কাজ করতে হবে। 
 
সাংবাদিক আলতাফ হোসেন দুলাল বলেন, সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। সাধারণ মানুষের মত।শহীদ আবু সাঈদ আত্মাহুতির মাধ্যমে মনে করে ছিলাম দেশে আইনশৃঙ্খলা উন্নতি হয়েছে।

না বরং আগের চেয়ে বেশি অবনতি হয়েছে। সাংবাদিকদের আজ নিজরায় নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করবে। তিনি আরো বলেন, রাজনৈতিক ব্যাক্তিরা যত লোক ডাক দিতে পারবে। তার চেয়ে বেশি লোক ডাকতে পারবে সাংবাদিকরা ইচ্ছে করলে।

সাংবাদিক মেজবাহুল কবির সবুজ বলেন,
বদরগঞ্জে সাংবাদিককের নামে মিথ্যা মামলা অভিযোগ হয়েছে থানায়। কিন্তুু ওসি তদন্ত ছাড়ায় এই মিথ্যা মামলায় অভিযোগগুলো গ্রহন করে। আমরা ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি বদরগঞ্জে কোন সাংবাদিক নামে মিথ্যা মামলা ও অভিযোগ দেওয়ার আগে আপনার যাচাই বাছাই করা দরকার।

এসময় আরো বক্তব্য রাখেন, রুহুল আমিন সরকার, নুরন্নবী নুরু, মাহাফুজ হক, ফেরদৌস আলী, সালাম বিশ্বাসসহ অনেকে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]