
নিজস্ব প্রতিবেদক
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পূর্ব শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব শাখার সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ শিক্ষাশিবির দারসুল কুরআনের মাধ্যমে শুরু হয়।
দারস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আমির আবুল কালাম আজাদ। কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আকবর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন, ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা পশ্চিমের সাবেক সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক হাফেজ আব্দুল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মেহেদী হাসান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলানিয়া উত্তর শাখার আমির এবিএম নুরুল ইসলাম।