
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুরের ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। রবিবার সকালে ডাসার ও কালকিনিতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে ডাসার উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদায়ক। আমরা দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সরকারকে নিহত তুহিনের পরিবারের দায়িত্ব নেওয়ার জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকরা নিরাপদে যাতে সাংবাদিকতা করতে পারে সরকারকে এর ব্যবস্থা এবং দ্রুত নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান মানববন্ধনে উপস্থিত সংবাদকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জাফরুল হাসান, ম.ম.হারুন অর রশিদ, আতিকুর রহমান আজাদ, আশরাফুর রহমান হাকিম, ইব্রাহিম সবুজ, খোন্দাকার শামীম, সৈয়দ রাকিবুল হাসান, শাহরিয়ার তুহিনসহ ছাত্র-শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।