মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে জেলার সকল সাংবাদিকদের উদ্ধোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পটুয়াখালী সকল সাংবাদিকদের যৌথ উদ্যোগে (১০ আগস্ট) রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির প্রাথমিক পর্যায় আলোচনা শেষে তুহিন হত্যার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিলের মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও আলোচনার মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত মানববন্ধনকে সফল করার লক্ষে পটুয়াখালী জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জেলা, উপজেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন মানুষের জীবন শেষ করা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত করা।
তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দ্রুত ফাঁসি কার্যকর করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়নের জোর দাবি তোলেন।
মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, সম্প্রতি দেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, মিথ্যা মামলা ও প্রাণনাশের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তারা বলেন, এ ধারা চলতে থাকলে গণমাধ্যমের স্বাধীনতা চরমভাবে হুমকির মুখে পড়বে এবং সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে।
এসময় বিশেষ উল্লেখযোগ্য বিষয় হিসেবে, সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর সহ তার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদানেরও দাবি জানানো হয়।