সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৪:৫৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৪:৫৭:১৩ অপরাহ্ন
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি 
 
‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১০-আগস্ট) দুপুরে মাধবপুর থানা রোড এলাকায় মাধবপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ হম, মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সাংবাদিকরা তুহিন হত্যার তীব্র নিন্দা জানান।

বক্তারা আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। ‎সভায় বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি ও রোকন মউদ্দিন লস্কর, শংকর পাল সুমন,
 
সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, ইলিয়াস কাঞ্চন তানহা, হামিদুর রহমান, জুলহাস উদ্দিন রিংকু, মোঃ লিটন পাঠান এবং হাফিজুর রহমান ভূঁইয়া সহ আরও অনেকেই।

পরিশেষে ‎বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের এমন নির্মম হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]