রাজশাহী মহানগরীতে মাদকসহ সাবেক আ.লীগ কাউন্সিলর আল-মামুন আটক

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১১:৪৩:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১১:৪৩:০৪ পূর্বাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মাদক সেবনরত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং আটটি মামলার পলাতক আসামী হিসেবে অভিযুক্ত রেজা উন-নবী আল-মামুনকে (৫৩) ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত পৌনে ১০টায় মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার রাতে তালাইমারী মোড়ের জনবহুল এলাকায় আল-মামুন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এসে রাস্তার পাশের আইল্যান্ডের উপর তুলে দেন। যা দেখে উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা গাড়িটি ঘিরে ফেলে। খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আল-মামুনকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ৬পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-মামুন মাদক সেবনের কথা স্বীকার করেছেন, বলে র‌্যাব জানিয়েছে। গ্রেফতারকৃত আল-মামুন মহানগরীর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন এবং তার বিরুদ্ধে আগেও মাদক সেবনের অভিযোগ রয়েছে।

র‌্যাব আরও জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বেই আটটি মামলা রয়েছে। তিনি সেই মামলাগুলোতে পলাতক আসামী ছিলেন তিনি। এ ব্যপারে গ্রেফতার আল-মামুনের বিরুদ্ধে মহানগরীর মতিহার থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে মতিহার থানা পুলিশ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]