কাউখালীতে সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণের ৭দিন অতিবাহিত হলেও পুলিশ উদ্ধার করতে পারেনি

আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১১:২৮:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১১:২৮:০২ পূর্বাহ্ন
 
কাউখালী প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণের ৭ দিন হলেও পুলিশ উদ্ধার করতে পারেনি। অপহরণের অভিযোগ বরগুনা জেলার তালতলী উপজেলার পাঁচজনের বিরুদ্ধে কাউখালী থানায় ভিকটিমের মা সুরাইয়া বেগম বাদী হয় কাউখালী থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, ১৩ বছর বয়সী ছাত্রী ভিকটিম কাউখালী কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। ছাত্রীর বাবা আওয়ামী লীগ নেতা বিএনপি'র অফিস পোড়ানো মামলার আসামি হিসেবে পলাতক রয়েছে। 
 
এই সুযোগে আসামিদের সাথে  টিকটক এর মাধ্যমে মোবাইলে ভিকটিমের পরিচয় হয়। আসামিরা প্রায়ই কাউখালীতে এসে ভিকটিম স্কুলে যাওয়ার পথে ইভটিজিং ও বিবাহের প্রস্তাব দিত।

এ বিষয়ে ভিকটিম তার মাকে জানালে ভিক্টিমের মা মেয়ের বয়স কম বলে আসামিদের সতর্ক করে। এর কিছুদিন পর ২ অক্টোবর আসামিরা সংঘবদ্ধ হয়ে কাউখালী স্বরূপকাঠি সড়কের কচুকাঠি বেইলি ব্রিজের সামনের রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করে ইজিবাইক তুলে নিয়ে যায়। খোঁজাখুঁজি করে মেয়েকে উদ্ধার করতে না পেরে ভিক্টর এর মা কাউখালী থানায় মামলা দায়ের করেন। 
 
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, থানায় মামলা হয়েছে ভিকটিমকে উদ্ধারসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]